
Election 2026: ভোটের বাকি এখনও এক বছর, 'BJP-র জামানত জব্দ করতে হবে', হুঙ্কার মমতার
ABP Ananda Live: শুধু বিজেপি নয়, টার্গেটের লড়াইয়ে রয়েছে তৃণমূলও। গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, ''আমরা দুশো পনেরো পার করবো, তার থেকে বেশি হবে, তো কম হবে না।'একই টার্গেটের কথা শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও। তৃণমূল যখন শুভেনদু অধিকারীর টার্গেট নিয়ে কটাক্ষ করছে, তখন বিজেপিও মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেকের লক্ষ্য়মাত্রা নিয়ে বিদ্রুপ করছে
'ওঁর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র ১ বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে..', কাকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর ?
নন্দীগ্রাম এবং ভবানীপুর। রাজ্য়ের দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্য়ে সবচেয়ে আলোচিত দুটো কেন্দ্র। বিরোধী দলনেতার মুখে আবার শোনা গেল ভবানীপুরে মমতাকে হারানোর হুঙ্কার। পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ, যেখানেই শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল।