Election 2026: বছর ঘুরলেই ভোট, রাজনীতিবিদদের বেঁধে দেওয়া টার্গেট কী মিলবে?

ABP Ananda Live: কেউ ঘোষণা করেছিলেন, রাজ্য়ে দুশো পার করবে বিজেপি। কেউ আবার দাবি করেছিলেন, দেশে বিজেপি একশোর নিচে নেমে যাবে। কিন্তু কারও কথাই মেলেনি।  দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে ২০০ আসনের টার্গেট বেধে দিয়ে শেষ অবধি ৭৭টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। আবার ২০১৭-এর ২১ জুলাইয়ে মঞ্চ থেকেই ২০১৯-এর লোকসভা ভোটের ভবিষ্যদ্বাণী করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বলেছিলেন, বাংলা থেকে বিজেপিকে একটাও সিট নিতে দেব না। সেবার বাংলা থেকে ১৮টি আসন পায় বিজেপি। আবার পাঁচ বছর বাদে ২০২৪-এর লোকসভা ভোটে অমিত শাহের গলায় শোনা যায় ৩৫টি আসনের কথা। কিন্তু বিজেপি পায় ১২। ফলে রাজনীতিবিদরা টার্গেট বেঁধে দিলে সেটাই যে মিলে যায়, এমনটা নয়।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola