
TMC Vs BJP:ভবানীপুরে মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর, ৫০ হাজার ভোটে হারানোর পাল্টা চ্যালেঞ্জ TMC-র
ABP Ananda Live: নন্দীগ্রাম এবং ভবানীপুর। রাজ্য়ের দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্য়ে সবচেয়ে আলোচিত দুটো কেন্দ্র। বিরোধী দলনেতার মুখে আবার শোনা গেল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার। তিনি বলেন, ১৪৮-এর বেশি আসনে জিতে বিজেপি সরকার গড়বে। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ, যেখানেই শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। এর আগে শুভেন্দু অধিকারীর নির্বাচনী এলাকা নন্দীগ্রামেই তাঁকে হারানোর কথা বলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল বিধানসভা ভোটে বিজেপির টার্গেটের কথা
ভোটের বাকি এখনও এক বছর। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা '২১৫+' টার্গেট বেঁধে দিয়েছিলেন। আর এবার শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল বিধানসভা ভোটে বিজেপির টার্গেটের কথা।