Election Comission: নির্বাচন কমিশনের ম্যাসকট পটলডাঙার টেনিদা! ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: নির্বাচন কমিশনের (Election Comission) ম্যাসকট পটলডাঙার টেনিদা! হ্যাঁ, ঠিকই শুনছেন! লোকসভা ভোটের (Loksabha Vote) আগে, উত্তর কলকাতার সাধারণ ভোটারদের মধ্যে ভোটদানে উৎসাহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, সাধারণতঃ অন্যান্য জায়গার তুলনায়, উত্তর কলকাতায় ভোটদানের হার একটু কমের দিকেই থাকে। তাই সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের উৎসাহ বাড়াতে বেছে নেওয়া হয়েছে, সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের চিরসবুজ সৃষ্টি, গড়ের মাঠে গোরা পেটানো চরিত্র - টেনিদাকে! উত্তর কলকাতা জেলা নির্বাচনী আধিকারিকের অফিস, জেশপ বিল্ডিংয়ে এই ম্যাসকটের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ABP Ananda Live
Continues below advertisement