Kalyan Banerjee: 'বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা দিলীপ ঘোষের সঠিক মুল্যায়ন করতে পারল না', কী বললেন কল্যাণ ?

Continues below advertisement

ABP Ananda LIVE: 'বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা দিলীপ ঘোষের সঠিক মুল্যায়ন করতে পারল না', কী বললেন কল্যাণ ?

সংখ্যার জোরে এতদিন বিরোধিতা কানে না তুললেও, এবার শরিকদের কাছেই চাপ বাড়ল বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের। এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুদের প্রাপ্ত আসনে ভর করে কেন্দ্রে জোট সরকার গঠনের পথে তারা। আর সেই সরকার গঠনের আগেই 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে চাপ বাড়ল বিজেপি-র উপর। কারণ নীতীশ কুমাররে দল সংযুক্ত জনতা দল ওই প্রকল্প পুনর্বিবেচনা করে দেখার দাবি জানাল। (Agnipath Scheme)

সংযুক্ত জনতা দলের মুখপাত্র কেসি ত্যাগী জানিয়েছেন, একাধিক রাজ্যে 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে বিরোধিতা রয়েছে। বিষয়টি পর্যালোচনা করে দেখতে আর্জি জানাতে চলেছেন তাঁরা। সংবাদমাধ্যমে ত্যাগী বলেন, "আমরা প্রকল্পের বিরোধিতা করছি না। কিন্তু অগ্নিবীর প্রকল্প নিয়ে যথেষ্ট অসন্তোষ রয়েছে। তাই বিষয়টি পর্যালোচনা করে দেখতে আর্জি জানাব আমরা।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram