Jadavpur University : যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে মিলল খালি মদের বোতল | ABP Ananda LIVE
Jadavpur University : সারেনি দীর্ঘ কালের র্যাগিং রোগ! তার উপর অনেকেরই অভিযোগ, নেশার আখড়ায় বদলে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্বপ্নদীপের মৃত্যুর পর, সংবাদমাধ্যমের ক্যামেরায় ক্যাম্পাসের ভিতরে যত্রতত্র মদের বোতল পড়ে থাকার ছবি ধরা পড়েছে। এবার যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে মিলল খালি মদের বোতল।