Sujay Krishna Bhadra: মানসিক সমস্যা ? কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ED
আদালতের নির্দেশ মেনে, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ED। সূত্রের খবর, সুজয়কৃষ্ণর এবার মানসিক সমস্যা দেখা দিয়েছে বলে রিপোর্ট দিয়েছে SSKM হাসপাতাল। ইডি সূত্রে খবর, কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ESI হাসপাতাল, SSKM এবং সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিকে চিঠি দিয়েছে তারা।