Eve-Teasing: প্রকাশ্য রাস্তায় দুই তরুণীকে 'ইভটিজিং', মৌলালিতে আটক অ্যাম্বুল্যান্স চালক ও সহকারী | Bangla News

Continues below advertisement

দিনে দুপুরে শহরের ব্যস্ত রাস্তায় ২ তরুণীকে ইভটিজিংয়ের (Eve Teasing) অভিযোগ। অভিযুক্ত এক অ্যাম্বুল্যান্স চালক ও তাঁর সহকারী। পুলিশ সূত্রে খবর, আজ বেলা সাড়ে ১২টা নাগাদ দুই তরুণী মৌলালির কাছে ফুটপাথ দিয়ে হাঁটার সময় এই ঘটনা ঘটে। একটি ফাঁকা অ্যাম্বুল্যান্স নিয়ে চালক ও তার সহকারী দুই তরুণীর পাশে চলে আসে। অভিযোগ, তারপর ইভটিজিং করা হয়। দুই তরুণী দৌড়ে গিয়ে ট্রাফিক পুলিশকে অভিযোগ জানালে পুলিশ অ্যাম্বুল্যান্সটিকে আটক করে। এন্টালি থানার পুলিশ আটক করে দুই অভিযুক্তকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram