Barrackpur Incident: ১৭ ঘণ্টা পরেও ব্যারাকপুরের সোনার দোকানে ডাকাতিকাণ্ডে দুষ্কৃতীদের খোঁজ মেলেনি। ABP Ananda Live
Continues below advertisement
১৭ ঘণ্টা পরেও ব্যারাকপুরের সোনার দোকানে ডাকাতিকাণ্ডে দুষ্কৃতীদের খোঁজ মেলেনি। অন্ধকারে পুলিশ। ব্যারাকপুরের আনন্দপুরী, অভিজাত এলাকা রীতিমতো জনবহুল। বাজার রয়েছে। সামনেই ব্য়াঙ্ক। রাতদিন হাজারো লোকের আনাগোনা। তার মধ্যেই গতকাল ভরসন্ধেয় ক্রেতা সেজে, হেলমেট, টুপি, মাস্কে মুখ ঢেকে সিংহ জুয়েলার্স নামে এই সোনার দোকানে হানা দেয় ডাকাতরা। লুঠপাটে বাধা দেওয়ায় গুলি করে খুন করে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে। গুলিবিদ্ধ হন স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর এক কর্মচারী। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে সংশয়ে স্থানীয় ব্যবসায়ীরা। এলাকায় গিয়েছে বাম প্রতিনিধিদল।
Continues below advertisement