TMC Candidate List 2024: ভোটের লড়াইয়ে এবার সম্মুখ সমরে প্রাক্তন দম্পতি সৌমিত্র খাঁ-সুজাতা মণ্ডল
Continues below advertisement
West Bengal News: 'জীবন বহমান নদীর মতো। থেমে থাকে না।' যখন সুজাতা মণ্ডলের (Sujata Mondal) সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে, তখনই এই মন্তব্য করেছিলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বেশ কিছুদিনের আইনি প্রক্রিয়ার পর আইনত শেষও হয়ে গেছে তাঁদের সম্পর্ক। অথচ, একসময় সংসার করার পাশাপাশি রাজনীতিও করেছেন একসঙ্গে। দু'জনের রাজনৈতিক মতাদর্শ এখন পৃথক পথে বহমান। ভিন্ন দলের প্রতি সমর্থনের কারণে তাঁদের সম্পর্কের ফাটলও হয়েছে চওড়া। এবার সেই দ্বন্দ্ব এসে পড়ল রাজনীতর ময়দানে। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
Kolkata Sujata Mondal West Bengal Politics Tmc Rally 2024 Election /West Bengal Cm Mamata Banerjee ABHISHEK BANERJEE Trinamool Congress Brigade Ground Brigade Tmc Rally Janagarjan Sabha Tmc Brigade Rally Sandeshkhali Row Tmc Mahila Wing Rally In Kolkata Tmc Rally Live Tmc Rally Today Mamatas Brigade Rally 2024 Election Campaign Lok Sabha Election Tmc Leades Rally Trinmool Congress Rally Live Mamata Banerjee Rally In Kolkata Election Headlines Election Breaking