Tiljala Murder: 'আগে সিন্ডিকেট ছিল, এখন সুপার সিন্ডিকেট চলছে', তোপ প্রাক্তন পুলিশকর্তার। ABP Ananda Live

প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য বলেন, 'আগে সিন্ডিকেট ছিল, এখন সুপার সিন্ডিকেট চলছে। শাসক দলের আর কোনও শাসন নেই। কোনও নিয়ন্ত্রণ নেই। আইন শৃঙ্খলার আছেটা কী?' খাস কলকাতায় (Kolkata) তোলার টাকা না পেয়ে প্রোমোটারকে পিটিয়ে খুন! তিলজলায় (Tiljala Murder) প্রোমোটারকে পিটিয়ে খুনের অভিযোগ। তোলা না দেওয়ায় প্রোমোটারকে মারধরের অভিযোগ, আজ হাসপাতালে মৃত্যু। '৫ বছর ধরে প্রোমোটারকে টাকা চেয়ে হুমকি, রাজি না হওয়ায় রবিবার চড়াও হয় দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় প্রোমোটারকে, বাঁচাতে গিয়ে আক্রান্ত হন প্রোমোটারের আত্মীয়। এমনটাই অভিযোগ পরিবারের। আজ সকালে তিলজলার বেসরকারি হাসপাতালে প্রোমোটারের মৃত্যু।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola