Birbhum News: মেয়েদের পৈতে? তাও কি সম্ভব? পঞ্চম শ্রেণির ছাত্রী কৈরভীর উপনয়ন আয়োজন করল পরিবার

Continues below advertisement

ABP Ananda LIVE: ঘরে বাইরে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছে মেয়েরা। নারী-পুরুষের সমান অধিকার নিয়ে সভা-আলোচনাও নেহাত কম হয় না। কিন্তু সবক্ষেত্রেই কি সমানাধিকার প্রতিষ্ঠা পেয়েছে? তা নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। এমনই এক সময় সাম্যবাদের বার্তা দিল সিউড়ির পরিবার। পৈতে হয় সাধারণত ছেলেদের। কিন্তু মেয়েদের পৈতে? তাও কি সম্ভব? বৈদিক যুগেও এই রকম রীতির প্রচলন ছিল। সেই রীতি সম্পর্কে খোঁজ নিতে রীতিমতো গবেষণা চালিয়েছে বীরভূমের পরিবার। ২০২৪ সালে সেই পুরনো রেওয়াজকে ফিরে দেখার সুযোগ হল। বুধবারের দুপুর ছিল একেবারে অন্যরকম। চারদিকে সাজসাজ রব। বাড়ি ভর্তি আত্মীয়-স্বজন। হলুদ শাড়ি, ফুলের মালায় সেজেছিল সে। তাঁকে ঘিরেই এদিন সব আয়োজন করা হয়। তাই উত্তেজনাও ছিল প্রবল। পঞ্চম শ্রেণির ছাত্রী কৈরভী। কৈরভীর চিকিৎসক বাবা, মা প্রচলিত রীতির পরিপন্থী হয়ে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram