Ketugram Blast: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, কেতুগ্রামে হাত উড়ে গেল এক ব্যক্তির

Continues below advertisement

বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল যুবকের। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের (Ketugram) আমগরিয়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর, জখম যুবকের বাড়ি বীরভূমের লাভপুরে হলেও থাকতেন কেতুগ্রামে, শ্বশুর বাড়িতে। তৃণমূলের (TMC) অভিযোগ, ওই যুবক বিজেপি (BJP) করেন। রাজ্যের শাসক দলের এই দাবি উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, দুষ্কৃতীরা তৃণমূলের লোক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে পশ্চিম বর্ধমানের বরাকরে নতুন করে উত্তেজনা। পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় ফের উত্তেজনা। বরাকর স্টেশন রোডে অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশ হেফাজতে আরও একজনের মারধরের অভিযোগ। সকালেই অভিযোগ করেন পরিবারের লোকেরা। আরমান আনসারি, শ্যামল বাউড়ি সহ চারজনকে চুরির অভিযোগে আটক করে পুলিশ। আরমানের পরিবার পুলিশের বিরুদ্ধে ছেলেক পিটিয়ে খুনের অভিযোগ করেছেন। গতকাল পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে কুলটির বরাকর। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে।  ঘটনায় সাসপেন্ড করা হয়েছে বরাকর ফাঁড়ির আইসি অমরনাথ দাসএবং কুলটি থানার সাব ইনস্পেক্টর প্রশান্ত পালকে। জানা গিয়েছে, আরেক আটক শ্যামল বাউরির অবস্থা সংকটজনক। এই খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনা বরাকরে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। ফের বন্ধ হয়ে গিয়েছে বাজার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী, কমব্যাট ফোর্স ও র‌্যাফ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram