CoochBehar: বোর্ড গঠন ঘিরে চরম নাটক কোচবিহারের জিরানপুর গ্রাম পঞ্চায়েতে | ABP Ananda LIVE
Continues below advertisement
বোর্ড গঠন ঘিরে চরম নাটক কোচবিহারের জিরানপুর গ্রাম পঞ্চায়েতে। সকালে বিজেপিতে যোগ দিয়েও, ভোটাভুটিতে তৃণমূলকেই সমর্থন করলেন তিনজন। পরে আবার আনুষ্ঠানিকভাবে দলে ফিরেছেন তাঁরা। বিজেপিতে যোগদানকারী চতুর্থজনকে বহিষ্কার করেছে তৃণমূল। অন্যদিকে জোর করে যোগদান করানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Continues below advertisement