Fake CBI Officer: জোড়াবাগান থেকে বাজেয়াপ্ত ভুয়ো সিবিআই অফিসার শুভদীপের নীল বাতি লাগানো গাড়ি
Continues below advertisement
বিধানসভা ভোটে বাঁকুড়ায় (Bankura) জয়জয়কার বিজেপির (BJP)। ১২টি আসনের মধ্যে ৮টিতে ফুটেছে পদ্ম। তৃণমূলের (TMC) দখলে রায়পুর-সহ ৪টি আসন। কিন্তু রাজ্যজুড়ে তৃণমূলের জয়যাত্রার পর সেখানেও গেরুয়া শিবিরে শুরু হয়েছে ভাঙন। বুধবার সারেঙ্গার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের ১২০ জন বিজেপি কর্মী শিবির বদল করলেন। বাঁকুড়ার তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা (Shyamal Santra) তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিকে ভয় দেখিয়ে দলবদলের অভিযোগ করেছে বিজেপি।
এদিকে, সিবিআই অফিসার (Fake CBI Officer) পরিচয়ে প্রতারণায় অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে (Subhadip Banerjee) সঙ্গে নিয়ে তল্লাশি চালাল পুলিশ। জোড়াবাগান (Jorabagan) এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। এই গাড়িতেই ঘুরতেন ভুয়ো সিবিআই অফিসার, দাবি পুলিশের।
Continues below advertisement
Tags :
TMC BJP ABP Ananda Bankura ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Jorabagan TMC-BJP Clash TMC-BJP Clash Fake CBI Officer Subhadip Banerjee Subhadip Banerjee’s Car Shayamal Santra