COVID-19: দিঘার পর এবার দার্জিলিঙেও পর্যটকদের জন্য কড়াকড়ি জেলা প্রশাসনের

Continues below advertisement

১৬ জুলাই থেকে কার্যত লকডাউনে আরও ছাড়। বাজার, দোকান, শপিং মলে উঠল সময়বিধি। সোমবার থেকে শুক্রবার, সপ্তাহে পাঁচদিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো (Metro)। তবে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন (Local Train)। এখনই খুলছে না স্কুল, কলেজ, সিনেমা হল।

করোনা আবহে দিঘার পর এবার শৈলশহর দার্জিলিংয়েও পর্যটকদের জন্য জারি হল একগুচ্ছ বিধিনিষেধ। ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে বা ৭২ ঘণ্টার মধ্যে করা আরটিপিসিআর করা টেস্ট রিপোর্ট নেগেটিভ না হলে পর্যটকদের প্রবেশ নিষেধ, নির্দেশিকা জেলাশাসকের।

মঙ্গলকোটে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে তৃণমূল (TMC) নেতাকে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তদন্তে সিট (SIT) গঠন করল জেলা পুলিশ। থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও এবং আইসি।

উত্তর দিনাজপুরের হেমতাবাদের তৎকালীন বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের সিবিআই তদন্তের দাবি করল বিজেপি। মৃতের স্ত্রীও উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই ওই ঘটনায় তদন্ত করে চার্জশিট জমা দিয়েছে সিআইডি। সূত্রের খবর, চার্জশিটে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে ধৃত দুই ব্যাক্তির বিরুদ্ধে।    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram