Fake DSP: ভুয়ো IPS-র পর পুলিশের জালে ভুয়ো DSP!

Continues below advertisement

ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই-এর পর এবার ভুয়ো ডিএসপি পরিচয়ে হোম গার্ডে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। চাঁদনি চকের একটি হোটেল থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ৪। ধৃতদের মধ্যে একজন কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী।


প্রথমে, নিজেকে ডিএসপি বলে দাবি। তারপর হোম গার্ডে চাকরি দেওয়ার টোপ। হোটেলে ডেকে এনে রীতিমতো ইন্টারভিউ নেওয়া। তারপর চাকরিপ্রার্থীদের আস্থা অর্জন করতে, জাল নিয়োগপত্র, খাকি টুপি-বেল্ট দেওয়া। আর এভাবেই ৩৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার কনস্টেবল পদে কর্মরত ছিলেন রবি মুর্মু। প্রতারণার অভিযোগে ২০১১ সালে তাঁর চাকরি যায়। প্রাক্তন পুলিশ কর্মীই ভুয়ো ডিএসপি পরিচয়ে প্রতারণা-চক্রের বড় পাণ্ডা বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের তালিকায় রয়েছে আরও ৩ জন। 

পশ্চিম মেদিনীপুরের (East Medinipur) শালবনির বাসিন্দা সমরেশ মাহাতোর অভিযোগের ভিত্তিতে প্রতারণার কারবার প্রকাশ্যে আসে। অভিযোগ, নাম ভাঁড়িয়ে DSP পরিচয় দিয়ে রাজ্য পুলিশের হোম গার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় অভিযুক্তরা। হাতিয়ে নেওয়া হয় ৩৫ লক্ষ টাকা। অভিযোগকারীর দাবি, চাঁদনি চকের কসমস হোটেলে টাকা নেওয়া হয়। সেখানেই দেওয়া হয় জাল নিয়োগপত্র। আর সেই নথি দেখেই সন্দেহ হয় অভিযোগকারীদের। পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। হোটেল কসমসের ম্যানেজার বলেন, গতকাল পুলিশ এসেছিল। 

প্রতারণার অভিযোগে তিলজলায় বেআইনি কল সেন্টারে হানা দিয়ে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ল্যাপটপ, সিপিইউ, হার্ডডিস্ক, ওয়াইফাই রাউটার-সহ আরও কিছু সরঞ্জাম এবং নথি। প্রতারণা ছাড়াও তথ্য প্রযুক্তি আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।  

বিহারের কিষাণগঞ্জ জেলা আদালতের বিচার ও নিলাম অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। শিলিগুড়ির (Siliguri) তিন বাসিন্দার কাছ থেকে ৯১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কিষাণগঞ্জ থেকে মূল অভিযুক্ত ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। আনা হয়েছে ট্রানজিট রিমান্ডে। 

জেলা নেতৃত্বের মাধ্যমে রাজ্য নেতৃত্বের অনুমোদন ছাড়া কোনও পঞ্চায়েতে অনাস্থা নয়। দু'মাসের ব্যবধানে ফের কড়া নির্দেশ মুর্শিদাবাদ জেলা তৃণমূল (TMC) সভাপতির। নির্দেশ অমান্য করে তিনটি পঞ্চায়েতে অনাস্থার চিঠি পাঠানোয় প্রকাশ্যে চলে এল দলের গোষ্ঠী কোন্দল। যা নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেছে কংগ্রেস। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram