Vaccine Controversy: দিনহাটা মহকুমা হাসপাতালে টিকা বিভ্রাট!, ২ বার দু'রকম ভ্য়াকসিন দেওয়ার অভিযোগ

Continues below advertisement

প্রথম ডোজে কোভ্যাক্সিন, দ্বিতীয় ডোজ কোভিশিল্ডের। দিনহাটা মহকুমা হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ভ্যাকসিন গ্রহীতা মহিলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য দিনহাটায়। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।  মহিলার স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে, জানালেন হাসপাতাল সুপার। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

ভ্যাকসিন গ্রহীতা মহিলার দাবি, "কোনওরকম নথি পরীক্ষা না করেই আমাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরে জানতে পারি আমাকে কোভ্যাক্সিনের জায়গায় কোভিশিল্ড দেওয়া হয়েছে। আমার কোন শারীরিক সমস্যা কে দায় নেবে?"

কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ২৩ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হল। প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্র ও রাজ্যগুলি ২৩ হাজার কোটি টাকা খরচ করবে। রাজ্যগুলির সঙ্গে হাত মিলিয়ে কোভিড মোকাবিলায় ডাক স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর।

কাদের সঙ্গে সনাতনের যোগাযোগ ছিল? কীভাবে তিনি এই ভুয়ো পরিচয় ব্যবহার করতেন? প্রশ্নের উত্তর পেতে এবার কেন্দ্রীয় আইনমন্ত্রককে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, সনাতনকাণ্ডে তথ্য জানতে চেয়ে বিজেপিকেও চিঠি পাঠানো হচ্ছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram