Fake IAS Officer: পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, বাঁকুড়ায় সন্ধান ভুয়ো আইএএস অফিসারের
Continues below advertisement
পুলিশে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। নদীয়ার (Nadia) কল্যাণীর (Kalyani) এক ব্যক্তির থেকে সোয়া ২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের নাম অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত পলাতক। অভিযোগকারী যুবকের দাবি, বেশ কয়েকদিন আগে অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় তাঁর। অচিন্ত্য নিজেকে আইএএস (IAS) অফিসার বলে পরিচয় দেন। নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন অচিন্ত্য। চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই যুবকের কাছে ২ লক্ষ ২৫ হাজার টাকা নেন তিনি। কিন্তু চাকরিও মেলেনি, আর টাকাও ফেরত পাননি ওই যুবক।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bankura Fraud ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Kalyani DISTRICT NEWS Fake IAS Fake Officer Achintya Banerjee