Fake Medicine News: ফের দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল বিপুল পরিমাণ ওষুধ
ABP Ananda LIVE: ফের দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল ও ইঞ্জেকশন । মোট ১৯৮টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে বলে তালিকা প্রকাশ করে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ । কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে ৩৩টি ওষুধ । গত মাসে বাজার থেকে বেশকিছু ওষুধ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়CDSCO রিপোর্টে দেখা যাচ্ছে একাধিক ইঞ্জেকশনের ভায়ালে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া । পরিশোধিত জল দিয়ে তৈরি হয়নি বেশ কিছু ওষুধ । নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে তৈরি করা হয়েছে অনেক ওষুধ
আরও খবর...
সুপ্রিম কোর্টে চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোর ধাক্কা । র্যাঙ্ক 'জাম্প' চাকরিহারাদের পর OMR-এ চিহ্নিত 'অযোগ্যদেরও' ধাক্কা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট । 'CBI-র উদ্ধার করা OMR এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য' । নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন । এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা । চিহ্নিত 'অযোগ্য' চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ । 'মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন'। 'নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন' । 'যারা ধন্ধ তৈরি করতে চান, তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন' । তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনও কারণ নেই: সুপ্রিম কোর্ট