Saline Contro: সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ? স্যালাইনকাণ্ডে হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: স্যালাইন বন্ধ করতে বলা হল ১০ ডিসেম্বর, নিশ্চিত কোনও কারণ ছিল' । কিন্তু কেন তাদের ড্রাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল না ?', স্যালাইনকাণ্ডে রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির । এক রাতেই স্যালাইন বন্ধ করলে ৩০ হাজার কোথায় পাব ?', আদালতে সওয়াল রাজ্যের । একদম নয়, খুব সহজেই পাওয়া যায়', মন্তব্য প্রধান বিচারপতির । সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে', রাজ্যকে নির্দেশ প্রধান বিচারপতির । রাজ্যের হয়ে রিপোর্ট দেবেন মুখ্যসচিব, স্বাস্থ্য দফতর আলাদা করে রিপোর্ট দেবে', নির্দেশ হাইকোর্টের । স্যালাইনকাণ্ডে ৩০ জানুয়ারি হাইকোর্টে পরবর্তী শুনানি
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হয়েছেন ১২ জন চিকিৎসক। এবার তাঁদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। ডেপুটি সিএমওএইচের অভিযোগের ভিত্তিতে এই ১২ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। কোতোয়ালি থানায় এফআইআর দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। নবান্ন আগেই ঘোষণা করেছিল এই ১২ জনের বিরুদ্ধে সিআইডি তদন্ত হবে। এবার তাঁদের নামে দায়ের হল এফআইআর- ও।
স্বাস্থ্য দফতরের অন্তর্বর্তী তদন্তের একটি রিপোর্ট আজ সন্ধ্যায় পৌঁছে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সিএমওএইচের কাছে। এরপর ডেপুটি সিএমওএইচ কোতোয়ালি থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটার কিছু পর ডেপুটি সিএমওএইচ কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার সঙ্গে দেন একটি চিঠিতে। এই চিঠির বিষয়বস্তু হল স্বাস্থ্য দফতর অন্তর্বর্তী তদন্ত করে যা খুঁজে পেয়েছে তারই খসড়া লেখা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এমনটাই জানিয়েছে। যে ১২ জন সাসপেন্ড হয়েছেন তাঁদের নাম তো থাকছেই এফআইআরে, এছাড়াও আরও অনেকের নামই থাকছে বলে জানা গিয়েছে। প্রসূতির মৃত্যুর কারণ হিসেবে গাফিলতির কথাই উল্লেখ করা হয়েছে। আর সেই মর্মেই দায়ের হয়েছে এফআইআর।