Fake Stamp: বিচারব্যবস্থার সঙ্গে জড়িত অফিসারের 'স্ট্যাম্প নকল করে প্রতারণা', পুলিশের জালে ২ | Bangla News

Continues below advertisement

জমি হাতাতে এবার বিচারব্যবস্থার সঙ্গে জড়িত অফিসারের স্ট্যাম্প (Stamp) নকল। রাজ্যের জুডিসিয়াল সার্ভিসের (Judicial Service) অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল বিপ্লব রায়ের অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, শনিবার কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জমা পড়ে যে বিপ্লব রায়ের স্ট্যাম্প নকল করে প্রতারণার কারবার চলছে। এই মর্মে কসবা থানাতেও (Kasba Police Station) অভিযোগ দায়ের হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram