Fake Teacher : 'ভুয়ো' শিক্ষকের তালিকায় নাম জড়াল আরও এক তৃণমূল কাউন্সিলরের। Bangla News

Continues below advertisement

সোনারপুরের পর বালুরঘাট, 'ভুয়ো' শিক্ষকের তালিকায় নাম জড়াল আরও এক তৃণমূল কাউন্সিলরের। এসএসসি প্রকাশিত ৯৫২ জনের তালিকায় নাম বালুরঘাটের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। এসএসসি প্রকাশিত ৯৫২ জনের তালিকায় ৪১৭ নম্বরে নাম দীপান্বিতা দেব সিংহের। তালাবন্ধ বালুরঘাটের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের বাড়ি । তৃণমূল কাউন্সিলরের নামে বালুরঘাটের ২৪ নম্বর ওয়ার্ডে পড়ল চাকরি-চুরির পোস্টার।

হাইকোর্টের নির্দেশে প্রকাশিত OMR শিটে নাম রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার তৃণমূল কাউন্সিলরের। দীপান্বিতা দেব সিংহ ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবারই প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন। প্রাচ্যভারতী বিদ্যাপীঠের জীবনবিজ্ঞানের শিক্ষিকা দীপান্বিতা কয়েকদিন ধরে স্কুলে আসছেন না। তৃণমূল। কাউন্সিলরের নামে তাঁর ওয়ার্ডেই চাকরি-চুরির অভিযোগে পোস্টার। পড়েছে। প্রাচ্যভারতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জানিয়েছেন, কোনও সরকারি নথি না পাওয়ায়, তিনি এ নিয়ে মন্তব্য করবেন না। তৃণমূল কাউন্সিলরের বাড়ি তালাবন্ধ। তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকীর দাবি, সোশাল মিডিয়ায় প্রকাশিত লিস্ট নিয়ে কিছু বলার নেই। বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram