Fake Voter : খোদ পঞ্চায়েতের তৃণমূল সদস্যর বাড়িতেই ভূতুড়ে ভোটারের হদিশ ! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: কোথাও ভুরি ভুরি মৃত ভোটার, কোথাও আবার তালিকায় নাম থাকা ভোটারের অস্তিত্বই নেই! কোথাও আবার খোদ পঞ্চায়েতের তৃণমূল সদস্যর বাড়িতেই ভূতুড়ে ভোটারের হদিশ মিলেছে!  ভোটমুখী পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় এমনই বিবিধ অভিযোগ সামনে আসছে। তৃণমূল পরিচালিত ব্যারাকপুর ২ নম্বর ব্লকের বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। বিজেপির অভিযোগ,  পঞ্চায়েতের তৃণমূল সদস্য় পরেশচন্দ্র শীলের পুত্রবধূর নামে ২টি ভোটার কার্ড রয়েছে। এপিক নম্বর আলাদা, স্বামীর নাম এক।এক জায়গায় ভোটারের নাম শতাব্দী শীল। আরেক এপিক নম্বরে তিনিই হয়ে গেছেন শতাব্দী বিশ্বাস শীল। এই নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অন্য়দিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একই বুথে ২৬ জন মৃত ভোটারের হদিশ মিলেছে বলে অভিযোগ! মালদার গাজোলেও একই ছবি। সালাইডাঙা অঞ্চলের ৯৮ নম্বর বুথে সিংহপাড়া এলাকায় ভোটার তালিকায় ২৫ জন মৃতের নাম রয়েছে বলে অভিযোগ! উত্তর দিনাজপুরের ডালখোলাতেও ৭ বছর আগে মৃত্য়ু হওয়া ব্য়ক্তির নাম জ্বলজ্বল করছো ভোটার তালিকায়। শুধু মৃত ভোটারদের নামই নয়, তালিকায় নাম থাকা অনেকেরই বাস্তবে কোনও অস্তিত্ব নেই বলে অভিযোগ উঠেছে। যেমন, মেদিনীপুর সদর ব্লকের মালিয়াড়া এলাকার ভোটার তালিকার ২৯ নম্বরে নাম রয়েছে রবীন্দ্রনাথ অধিকারীর। কিন্তু এই নামে এলাকায় কেউ থাকেন না বলে দাবি স্থানীয়দের।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola