Jagannath Temple: স্বাধীনতা দিবসের আগে পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সামনেই স্বাধীনতা দিবস। তার আগে পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি! সেই হুমকি আবার লেখা হয়েছে শ্রীমন্দিরেরই পরিক্রমা মার্গের কাছে থাকা আরেকটি মন্দিরের দেওয়ালে! এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা পুলিশ সূত্রে দাবি, ধৃত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। পুরীর পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর...

নামী সংস্থার লোগো নকল করে কলকাতায় জুতো, ব্যাগ বিক্রির অভিযোগ। উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগর থানার কাছ থেকে অভিযোগ পেয়ে বউবাজারে হানা কলকাতা পুলিশের। রবীন্দ্র সরণিতে অভিযান কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। ২টি দোকানে হানা দিয়ে ব্র্যান্ডেড কোম্পানির জাল লোগো লাগানো জুতো, ব্যাগ বাজেয়াপ্ত। ২টি দোকানের মালিককে তলব করেছে কলকাতা পুলিশ। 

হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। নার্সিংহোম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ মা-বাবার। মৃত নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সিঙ্গুরের শিবম সেবাসদন নার্সিংহোমে নার্সের কাজ করতেন। সকালে ওই নার্সকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর সহকর্মী। 'মেয়ের অসুস্থতার কথা জানিয়ে নার্সিংহোমে আসতে বলা হয়'। 'নার্সিংহোম কর্তৃপক্ষ তার আগেই ওই নার্সকে হাসপাতালে নিয়ে যায়'। হাসপাতালে গেলে মেয়ের মৃত্যুসংবাদ দেওয়া হয়, দাবি মৃতার মা-বাবার। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola