Golf Green Update: গল্ফগ্রিন কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মৃতের পরিবার। Bangla News
গল্ফগ্রিনকাণ্ডে সিবিআই তদন্তের দাবি মৃতের পরিবারের। সিবিআই তদন্তের দাবিতে কাল হাইকোর্টে যাচ্ছে মৃতের পরিবার। 'পুলিশের মারে মৃত্যু ভাইয়ের, পুলিশ কী তদন্ত করবে? পুলিশ বেরনোর ফুটেজ দেখাচ্ছে, থানায় ঢোকার ফুটেজ কেন প্রকাশ্যে আনছে না?' পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আজাদগড়ের মৃত যুবকের পরিবারের।
Tags :
Kolkata ABP Ananda Kolkata Police ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Golf Green এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Bangla News