Fatafat: রামপুরহাটে উপ প্রধান খুনের পরই ১০ বাড়িতে আগুন, 'শর্টশার্কিট থেকে টিভি বিস্ফোরণ', দাবি অনুব্রতর ।Bangla News

Continues below advertisement

রামপুরহাটে তৃণমূল উপপ্রধান খুনের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। ঘটনার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে তৃণমূলের (TMC) তিন প্রতিনিধি দল রামপুরহাটে যাচ্ছেন। প্রতিনিধি দলে থাকছেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাট (Rampurhat)। গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন। মিলেছে ১০ জনের দেহ, জানাল দমকল। দুই ঘটনার যোগসূত্র আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে, জানালেন পুলিশ সুপার। শর্ট সার্কিটে টিভিতে বিস্ফোরণে ৩-৪টি বাড়িতে আগুন, দাবি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)।

৫ রাজ্যের ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এক লাফে ৫০ টাকা বেড়ে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম হল ৯৭৬ টাকা! কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হল ১০৫ টাকা ৫১ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৮৩ পয়সা বেড়ে হল ৯০ টাকা ৬২ পয়সা

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram