Fever: রায়গঞ্জ মেডিক্যাল কলেজে জ্বর, কাশি আর শ্বাসকষ্টে ৬ দিনে মৃত ১১ শিশু । Bangla News

Continues below advertisement


জ্বর, কাশি আর শ্বাসকষ্ট। তাতেই গত ৬ দিনে ঝরে গিয়েছে ফুটফুটে ১১ শিশুর প্রাণ। রায়গঞ্জ মেডিক্যাল কলেজে একরত্তিদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ কাটছে না। হাসপাতাল সূত্রের খবর, মৃতদের অধিকাংশের বয়সই ১ মাসের নীচে। বর্তমানে জ্বর, কাশি নিয়ে ২২ জন সদ্যোজাত ভর্তি রয়েছে হাসপাকালে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram