Fire Crackers: বাজি উল্লাসে নৃশংসতার ছবি খড়গপুরে , বাঁ পা-লেজ উড়ল সারমেয়র, শহরে জখম হাসপাতালের ডেপুটি সুপার | Bangla News

Continues below advertisement

বিকেল ৪টে ৩০, অভিষিক্তা মোড়। কালীপুজো পেরিয়ে গিয়েছে। তারপরও আদালতের নির্দেশকে অমান্য করে ফাটানো হচ্ছে শব্দবাজি। তীব্র শব্দে বিস্ফোরণ। আর তাতেই উল্লাস। কিন্তু সেই উল্লাসের মাশুল অন্যদের যে কত কঠিনভাবে দিতে হচ্ছে তার ভয়াবহ নিদর্শন উঠে এসেছে রাজ্য়ের দুই প্রান্ত থেকে। কলকাতায় শব্দবাজিতে অতিষ্ট পোষ্যকে বাগে আনতে গিয়ে জখম হয়েছেন সরকারি হাসপাতালের ডেপুটি সুপার। খড়গপুরের ছবিটা আরও ভয়ঙ্কর। সেখানে কুকুরের পায়ে শব্দবাজি ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কুকুরটি পিছনের বাঁ পা ও লেজের কিছু অংশ উড়ে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram