Fire: উস্তির বানেশ্বরপুরে মবিল ও কেরোসিন তেলের গুদামে বিধ্বংসী আগুন। Bangla News

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনার উস্তির বানেশ্বরপুরে মবিল ও কেরোসিন তেলের গুদামে বিধ্বংসী আগুন (Fire)। আজ ভোর ৪টে নাগাদ আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, মবিল ও কেরোসিনের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। বেআইনিভাবে মবিল ও কেরোসিন মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ। গুদামের মালিক পলাতক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram