Fire: কাঠের গুদামে ভয়াবহ আগুন
গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন (Fire) লাগল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রহ্মপুরের ওই কাঠের গুদামে আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দাউদাউ করে জ্বলে ওঠে গুদাম। আশেপাশে অনেক বাড়ি ও দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় আতঙ্ক
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন