North 24 Pargana: উত্তর ২৪ পরগনার গুমায় পঞ্চায়েত উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
Continues below advertisement
উত্তর ২৪ পরগনার গুমায় পঞ্চায়েত উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্য়ে ধৃত অভিযুক্ত পলাশ শর্মার বাড়ির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার । ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নিবেদিতা পল্লিতে। অভিযুক্তর পরিবারের অন্য় সদস্য়দের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গুমা স্টেশন রোডে টায়ার জ্বালিয়ে হয় রাস্তা অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ২৫ ফেব্রুয়ারি রাতে খুন হন গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস
Continues below advertisement
Tags :
Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital Guma ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS