Budgebudge: বজবজে বিস্ফোরণের পর ধরপাকড়, প্রতিবাদে রাস্তায় স্থানীয় বাজি ব্যবসায়ীরা
Continues below advertisement
বজবজে বিস্ফোরণের পর ধরপাকড় পুলিশের (Police)। প্রতিবাদে রাস্তায় নামলেন স্থানীয় বাজি ব্যবসায়ীরা। সকাল থেকে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়া হয়। গাড়ি আটকানোর পাশাপাশি, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। এলাকায় পুলিশের দেখা মেলেনি। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বাজির ব্যবসা করছেন। এটাই তাঁদের রুজি-রুটি। এভাবে ধরপাকড় চললে তাঁরা পথে বসবেন। পুলিশ জানিয়েছে, গতকালের ঘটনার পর মহেশতলা, বজবজ এলাকায় হানা দিয়ে ২০ হাজার কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে। বেআইনি বাজি মজুতের অভিযোগে এখনও পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা।
Continues below advertisement