Firhad Hakim: 'দলের বিরুদ্ধে গিয়ে বোর্ড গঠনে অংশ নিলে সাসপেন্ড করা হবে', কালনা-কাণ্ডে ফিরহাদ | Bangla News
কালনা পুরসভায় (Kalna Municipality) দলের ঘোষিত চেয়ারম্যানকে মানতে আপত্তি তৃণমূলের (TMC) ১২ জন কাউন্সিলরের। শপথ গ্রহণে যোগ না দিয়ে প্রতিবাদ জানালেন বিক্ষুব্ধ কাউন্সিলররা। তা নিয়ে ধুন্ধুমার। কালনা পুরসভার নতুন চেয়ারম্যান হয়েছেন আনন্দ দত্ত। দলেরই ১২ জন কাউন্সিলর তাতে আপত্তি জানিয়েছেন। উপ পুরপ্রধান তপন পোড়েলকে চেয়ারম্যান পদে চেয়ে এদিন প্রতিবাদ জানান বিক্ষুব্ধ কাউন্সিলররা। অন্যদিকে, আনন্দ দত্তর সমর্থনে পুরসভার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। টাউন হলের বারান্দা থেকে মন্ত্রী স্বপন দেবনাথকে চিৎকার করে পুলিশকে বিক্ষোভ হঠানোর নির্দেশ দিতে দেখা যায়। মন্ত্রী জানিয়েছেন, দলের সিদ্ধান্তই মানতে হবে। কয়েকজন কাউন্সিলর পিছন থেকে ছুরি মেরেছেন। এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম খুব স্পষ্টভাবে জানিয়েছেন, কেউ যদি দলের বিরুদ্ধে গিয়ে এভাবে বোর্ড গঠনে অংশ নেন, তাদের দল থেকে সাসপেন্ড করা হবে। তালিকার বাইরে গিয়ে যে বোর্ড তৈরি হয়েছে, তা পরবর্তীতে পরিবর্তনের জন্য অনাস্থা প্রস্তাব আনা হবে।