Firhad Hakim: 'অস্তিত্বহীনতার লড়াইয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল নিচ্ছে BJP', কটাক্ষ ফিরহাদ হাকিমের | Bangla News

Continues below advertisement

"করোনার এই জটিল পরিস্থিতিতে আমরা চাই পুরভোট চার সপ্তাহ পিছিয়ে যাক। চার পুরসভা-সহ চারটি পুরসভার নির্বাচন ও ১০৮টি মিউনিসিপ্যালিটির নির্বাচনের গণনা একদিনে হোক। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ২৭ ফেব্রুয়ারির ভোট পিছনো হোক। কাল রাজ্য নির্বাচনের কাছে দাবি জানাবে রাজ্য বিজেপি", জানালেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এর পাল্টা ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "কলকাতার হাল হাওড়া এবং অন্যান্য জায়গায় হবে, তাই এই পিছিয়ে দেওয়ার কথা। বিজেপি অস্তিত্বহীনতার লড়াইয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল নিচ্ছে এবং তাতে সমর্থন করছেন রাজ্যপাল।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram