Firhad Hakim: বিপদকালীন একটি রেসকিউ বোটের প্রয়োজন সরোবরে, পরিবেশবাদিরা শুনছেন না : ফিরহাদ।Bangla News

Continues below advertisement

ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে দুর্ঘটনা। রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে ২জনের মৃত্যু। এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, এখানে সর্ববৃহৎ সমস্যা হল পরিবেশবিদরা বাস্তব বুঝতে চাইছেন না। সরোবরে বিপদকালীন একটি রেসকিউ বোট থাকা দরকার। সরোবরে পেট্রোলিং এর আমিও বিরোধী। ক্রমাগত পেট্রোলিং এর ফলে জল দূষিত হয়। কিন্তু ‌যেখানে রোয়িং অনুশীলন ও প্রতিযোগিতা দুইই হয় সেখানে একটি রেসকিউ বোট থাকা উচিত। 

 

এবিপি আনন্দ-র মার্চেনডাইস সম্ভার- ক্লিক করুন

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram