Flood Situation: মুখ্য়মন্ত্রীর আসার দাবিতে পাঁশকুড়া থেকে ঘাটাল যাওয়ার পথে সুকান্ত মজুমদারের কনভয় ঘিরে বিক্ষোভ
Continues below advertisement
পাঁশকুড়া থেকে ঘাটাল যাওয়ার পথে আটকাল সুকান্ত মজুমদারের কনভয়। মুখ্যমন্ত্রীকে আসতে হবে, দাবি স্থানীয়দের। সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্য সরকার বন্যা ত্রাণে পচা চাল বিলি করছে।
DVC-র ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল। নতুন করে জল ঢুকেছে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই খানাকুলের ২০টিরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। ভাসছে মারোখানা, পান শিউলি, জগৎপুর, রাজহাটি ১ ও ২, পলাশপাই ১ ও ২, ধান্যঘোড়ি, শাবলসিংহপুর-সহ একাধিক পঞ্চায়েত এলাকা। জল ঢুকেছে একাধিক স্কুলে। পঞ্চায়েত অফিসও জলমগ্ন। খানাকুল হাসপাতালেও জল ঢুকতে শুরু করেছে। গ্রামের রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। ফলে অনেক জায়গাতেই সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। অনেক জায়গায় মানুষ জলবন্দি হয়ে পড়েছেন।
Continues below advertisement
Tags :
Flood Heavy Rain Waterlogging Suvendu Adhikari DVC Water Release West Bengal Flood Situation Sukanta Majumdar MAMATA BANERJEE South Bengal Flood Situation