TMC Leader Death: পথশ্রী প্রকল্পের রাস্তার মান নিয়ে প্রশ্ন তোলায় গোসাবায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ! ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: গত দু'সপ্তাহে ৪ তৃণমূল নেতা-কর্মী খুন (TMC Leader Murder)। নিহত মুছাকলি মোল্লা, গোসাবা বিধানসভা কেন্দ্রের রাধানগর-তারানগর গ্রাম পঞ্চায়েতের ৮৪ নম্বর বুথের সভাপতি ছিলেন। গোসাবা (Gosaba) ব্লক তৃণমূলের সহ সভাপতি, জেলা পরিষদের উপাধ্য়ক্ষ অনিমেষ মণ্ডলের অনুগামী বলে পরিচিত ছিলেন তিনি। নিহতের পরিবারের দাবি, রাধানগর এলাকায় পথশ্রী প্রকল্পে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ ওঠায়, সোমবার কয়েকজনকে নিয়ে সেখানে যান তৃণমূল নেতা।  প্রত্য়ক্ষদর্শী সূত্রে খবর, রাস্তানির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাকিবুর মোল্লার সঙ্গে ব্য়াপক ঝগড়া হয় মুছাকলির। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, অশান্তির মধ্য়েই দুপক্ষের তুমুল মারামারি শুরু হয়।  লাঠি রড দিয়ে তৃণমূলের বুথ সভাপতিকে বেধড়ক মারধর করে, নদীতে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে, প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায়, নিয়ে যাওয়া হচ্ছিল এসএসকেএমে। কিন্তু পথেই মৃত্য়ু হয় তৃণমূলের বুথ সভাপতির। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপির বিরুদ্ধেই খুনের অভিযোগ তুলেছেন সওকত মোল্লা। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram