Awas Yojna scam:বিহারের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের নাম বাংলার আবাস যোজনার তালিকায়,হতবাক কেন্দ্রীয়দল

Continues below advertisement

10Tay 10Dik: বিহারের(Bihar) প্রাক্তন গ্রাম পঞ্চায়েত(Gram panchayat)) সদস্যের নাম বাংলার আবাস যোজনার(awas yojna) তালিকায়!। রতুয়ার গোবিন্দপুর গ্রামে তদন্তে গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধিদল(central represntative)। বিহারের (Bihar) কাটিহার(katihar) জেলার বাসিন্দা শ্যাম যাদবের নাম বাংলার আবাস-তালিকায়, বাড়িতে গিয়ে শ্যামের দেখা মেলেনি, তবে তাঁর মা স্বীকার করেছেন, তাঁরা আদতে বিহারের(Bihar) বাসিন্দা। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে মালদা জেলা প্রশাসন (malda district admistration) । বিডিও(BDO)-কে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক (District Magistrate) এদিকে গ্রামের মেলায়(Village fair)) দু’পক্ষের হাতাহাতিকে কেন্দ্র করে বীরভূমের(birbhum) লাভপুরে বোমাবাজি (bomb), সংঘর্ষ থামাতে গিয়ে ২ পুলিশ (police) কর্মী আহত। একজনের পিঠে, আরেকজনের হাতে আঘাত লাগে। পরে লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী(police force) গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কী নিয়ে বিবাদের জেরে বোমাবাজি, তা এখনও স্পষ্ট নয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram