Awas Yojna scam:বিহারের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের নাম বাংলার আবাস যোজনার তালিকায়,হতবাক কেন্দ্রীয়দল
10Tay 10Dik: বিহারের(Bihar) প্রাক্তন গ্রাম পঞ্চায়েত(Gram panchayat)) সদস্যের নাম বাংলার আবাস যোজনার(awas yojna) তালিকায়!। রতুয়ার গোবিন্দপুর গ্রামে তদন্তে গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধিদল(central represntative)। বিহারের (Bihar) কাটিহার(katihar) জেলার বাসিন্দা শ্যাম যাদবের নাম বাংলার আবাস-তালিকায়, বাড়িতে গিয়ে শ্যামের দেখা মেলেনি, তবে তাঁর মা স্বীকার করেছেন, তাঁরা আদতে বিহারের(Bihar) বাসিন্দা। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে মালদা জেলা প্রশাসন (malda district admistration) । বিডিও(BDO)-কে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক (District Magistrate) এদিকে গ্রামের মেলায়(Village fair)) দু’পক্ষের হাতাহাতিকে কেন্দ্র করে বীরভূমের(birbhum) লাভপুরে বোমাবাজি (bomb), সংঘর্ষ থামাতে গিয়ে ২ পুলিশ (police) কর্মী আহত। একজনের পিঠে, আরেকজনের হাতে আঘাত লাগে। পরে লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী(police force) গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কী নিয়ে বিবাদের জেরে বোমাবাজি, তা এখনও স্পষ্ট নয়।