RG Kar: 'চিকিৎসকদের নিরাপত্তায় আদালত পদক্ষেপ করতে পারে',মন্তব্য অশোক গঙ্গোপাধ্যায়ের

Continues below advertisement

RG Kar Live: 'তদন্তে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলেই আমার মনে হয়', আর জি করের ঘটনায় বললেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেন, 'সর্বভারতীয় ক্ষেত্রে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্ট পদক্ষেপ করতেই পারে। 'চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসার সঙ্গে যুক্ত মহিলাদের নিরাপত্তা জন্য সুপ্রিম কোর্ট চিন্তা করতেই পারে। সেইসঙ্গে হাইকোর্টের নির্দেশ এই মামলার জন্য পর্যাপ্ত কিনা এবং চিকিৎসকদের কর্মবিরতির ফলে পরিষেবা ক্ষতিগ্রস্থ হচ্ছে কিনা সে নিয়েও সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে', বলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত।

 

আরও খবর, 

 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে মালদায় এবিভিপি-র ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা এবিভিপি-র। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটা নীল। আমাদের ফটো, ভিডিওগ্রাফি তিনটে তেই চাদরের রং লাল। ইনকোয়েস্টের সময় চাদর নীল ছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন CBI-এর কাছে চলে যায়, তার মধ্য়েও কিন্তু সেম কালার আছে। অন্য় কোনও কালারের কোনও এভিডেন্স নেই। অন্য় কোনও কালার, আমাদের রেকর্ডে নেই। আমাদের সিজার লিস্টে যেটা, সেটা নীল। সবুজ বা কিছু নয়। যেটা লাল সেটা আলাদা সিজার। আগে পাওয়া গেছে। সবুজের কোনও অস্তিত্ব নেই। যেটা লাল বলছেন, ওটা চাপা দেওয়ার নয়।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram