SLST: চার SLST চাকরিপ্রার্থীকে লালবাজারে আটক করে নিয়ে যাওয়ার পর রাতভোর টানাপোড়েন
Continues below advertisement
চার SLST চাকরিপ্রার্থীকে লালবাজারে আটক করে নিয়ে যাওয়ার পর রাতভোর টানাপোড়েন। ডিওয়াইএফআই-এর অভিযোগ, ওই চার চাকরিপ্রার্থী লালবাজারে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁদের রাতে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, চার চাকরিপ্রার্থীর সঙ্গীদের পুলিশ বা হাসপাতালের তরফে দীর্ঘক্ষণ কিছু জানানো হয়নি। এ নিয়ে বারবার লালবাজারে খোঁজ নিতে যান বাম যুব সংগঠনের সদস্যরা। হাসপাতালে যায় বিজেপিও। অবশেষে আজ ভোরে ময়দান থানা জানায়, ওই চারজনকে SSKM এ চিকিত্সা করিয়ে ফের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শহিদ মিনার থেকে ৬৭ জন চাকরিপ্রার্থীকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। তাঁদের মধ্যেই অসুস্থ হন ৪ জন। তবে আটক করার পর চারজন কীভাবে অসুস্থ হলেন, তাঁদের অসুস্থতা ঠিক কী ধরনের, তা এখনও স্পষ্ট নয়।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Job Seekers SLST এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ