Hotel Booking Fraud : অনলাইনে হোটেল বুকিংয়ে আন্তঃরাজ্য প্রতারণার ফাঁদ | ABP Ananda Live
Continues below advertisement
Hotel Fraud : এবার হোটেল বুকিংয়ে (Hotel Booking) আন্তঃরাজ্য প্রতারণার (Fraud) ফাঁদ। অনলাইনে হোটেল বুকিং (Online Hotel Booking ) করে ৯২ হাজার টাকা খোয়ালেন খোদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (Judicial Mgistrate)। এই ঘটনায় রাজস্থানের ভরতপুর থেকে মূল। অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার (Biddhannagar cyber crime Police station) পুলিশ। ২০২২-এর অক্টোবরে থানায় অভিযোগ দায়ের হয়।অভিযোগ, অনলাইনে পুরীর পাঁচতারা হোটেলে (5 star hotel) বুকিং করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পা দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা চক্র চলছে। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।
Continues below advertisement