Jamai Sasthi: মাছ থেকে ফল, জামাইষষ্ঠীতে বাজারে হাত ছোঁয়ালেই দামের ছেঁকা। ABP Ananda Live
Continues below advertisement
জামাইষষ্ঠী বলে কথা। বাজার আগুন। মাছ থেকে ফল, হাত ছোঁয়ালেই দামের ছেঁকা। জামাইয়ের পাতে সাজিয়ে দেওয়ার জন্য বাজারে সব রকম মাছ মিলছে। কিন্তু জোগানে ঘাটতি থাকায় দাম চড়েছে। এক কেজির নিচে ইলিশের দাম ১২০০ টাকা। ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ১৫০০ টাকায়। ইলিশের ওজন দেড় কেজির ওপরে হলে দাম পড়ছে ১৮০০-২ হাজার টাকা। গলদা চিংড়ি মিলছে ৭০০-৮০০ টাকায়। বাগদা হলে দাম পড়ছে ১২০০-১৫০০ টাকা। ভেটকির দাম বেশ চড়া। ৬০০-৬৫০ টাকা। ৬০০-৬৫০ টাকা দামে পাওয়া যাচ্ছে পারশে বা পাবদা মাছ। ফলের বাজারও অগ্নিমূল্য। ভাল হিমসাগর বিকোচ্ছে ৮০-১২০ টাকায়। লিচু এক কেজি ২০০ টাকা। ৪০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে কালো জাম। একটা কাঁঠাল ১০০ টাকা। তবে দাম যাই হোক, বছরের এই একটা দিন জামাই আপ্যায়নে পকেটের কথা চিন্তা করতে রাজি নন শ্বশুর-শাশুড়িরা।
Continues below advertisement