Abhijit Gangopadhyay: সাংবিধানিক আদালত থেকে এবার মানুষের আদালতে? আজ বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
সাংবিধানিক আদালত থেকে এবার মানুষের আদালতে। এজলাসের গণ্ডি ছাড়িয়ে এবার রাজনীতির ময়দানে। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বড় অঘটন না ঘটলে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। সূত্রের খবর, লোকসভা ভোটে তমলুকে বিজেপির প্রার্থীও হতে পারেন তিনি। লোকসভা ভোটের আগে এবিপি আনন্দের এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনীতি-সহ বিভিন্ন মহলে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন মামলায়, যাঁর বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য় রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে, দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে, তাঁরই বিচারপতি পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য সহ গোটা দেশে। এদিন সকাল ৯টা ৫০ মিনিটে বাড়ি থেকে হাইকোর্টের উদ্দেশে রওনা হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাড়ে ১০টা নাগাদ হাইকোর্টে পৌছন তিনি।