12 Tar Breaking: 'পুলিশের অনুমতি মিলুক বা না মিলুক, গঙ্গা আরতি হবেই', : সুকান্ত | Bangla News
Continues below advertisement
অনুমতি না থাকায়, বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির মঞ্চ খোলার কাজ শুরু ।মঞ্চ খোলার কাজ শুরু করল উত্তর বন্দর থানার পুলিশ। এর আগে আজ বাবুঘাটে গঙ্গা আরতির জন্য পুলিশের অনুমতি চায় বিজেপি।গঙ্গাসাগরের জন্য ভিড়ের কারণ দেখিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কলকাতা পুলিশ । জি ২০ সম্মেলনের জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, এও জানায় কলকাতা পুলিশ। গঙ্গাসাগর মেলার পরে বিজেপিকে নতুন করে আবেদন করতে বলে পুলিশ।
পুলিশের অনুমতি মিলুক বা না মিলুক, গঙ্গা আরতি হবেই, আগেই জানিয়েছেন সুকান্ত মজুমদার। মমতাকে দেখে কর্মসূচি, সবকিছুতেই রাজনীতি, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
কামারহাটিতে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। বিস্ফোরণে ২ জন জখম, জানিয়েছে পুলিশ. আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী থেকে বিস্ফোরণ এখনও জানা যায় নি।
Continues below advertisement
Tags :
Kolkata Police Ganga Bangla News Bangla News Live Ganga-Arati Bjp ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News