Gangasagar Erosion: গঙ্গাসাগরে ভয়াবহ ভয়াবহ ভাঙনের মুখে কপিল মুনির আশ্রম। ABP Ananda Live
West Bengal News: গঙ্গাসাগরে ভয়াবহ ভয়াবহ ভাঙনের মুখে কপিল মুনির আশ্রম। ১-৫ নম্বর স্নানঘাটে যাওয়ার রাস্তা জলের তোড়ে ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত সমুদ্র-পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান। পুলিশ-প্রশাসনের তরফে মাইকে প্রচার চলছে। এর মধ্যেই দুর্যোগের ভ্রুকুটি অগ্রাহ্য করে সাগরে মাছ ধরতে গিয়ে ডুবে গেল ৩টি ট্রলার। নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে গেলেন মৎস্যজীবীরা? উঠছে প্রশ্ন।
এবার ভাঙনের মুখে সাগর দ্বীপ। নিম্নচাপ আর কটালের প্রভাবে উত্তাল সমুদ্র। তীব্র জলোচ্ছ্বাসে ক্ষতি হয়েছে সাগর তটের। তলিয়ে গেছে পূর্ত দফতরের কংক্রিটের রাস্তা। তছনছ হয়েছে সমুদ্র-পাড়ের দোকান-পাট। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সাগরদ্বীপে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাঙন। ক্রমেই এগিয়ে আসছে সমুদ্র। এই পরিস্থিতিতে সাগরে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে জেলা পুলিশ-প্রশাসন। কটাল ও নিম্নচাপের জোড়া প্রভাবে উত্তাল সমুদ্র। রবিবার ঢেউয়ের ধাক্কায় সাগরে উল্টে গেল ৩টি ট্রলার। এই ঘটনায়, ২ মৎস্যজীবী গুরুতর আহত হয়েছেন।সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। এরপরও নজরদারি এড়িয়ে কীভাবে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।