Potato Price Hike: ঊর্ধ্বমুখী আলুর দাম, ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ রাজ্য সরকারের। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: সবজি, মুরগির পর এবার ঊর্ধ্বমুখী আলুর দাম। এই পরিস্থিতিতে বাজারে জোগান বাড়াতে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এর ফলে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আলু ব্য়বসায়ীদের সতর্ক করেছে টাস্ক ফোর্স। 

অগ্নিমূল্যের বাজারে আলুসেদ্ধ-ভাতই ভরসা খেটে খাওয়া মানুষের। এবার তাতেও টান পড়ার জোগাড়। এমনিতেই গত কয়েকদিনে ঊর্ধ্বমুখী আলুর দাম। তার উপর খাঁড়ার ঘায়ের মতো, এবার কর্মবিরতির ডাক দিল আলু ব্যবসায়ীদের সংগঠন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তিন মাস আগে, যে চন্দ্রমুখী আলুর দাম ছিল ২৫ টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আর, ৩২ টাকায় বিক্রি হচ্ছে জ্যোতি আলু। দামে রাশ টানতে এবং বাজারে জোগান বাড়াতে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে আলু বোঝাই ট্রাক। এর প্রতিবাদে, সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ইস্যুভিত্তিক সমর্থন জানিয়েছে আলু ব্যবসায়ীদের অন্য সংগঠনও। পাইকারি থেকে খুচরো বাজারে ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। আলু ব্যবসায়ীদের কর্মবিরতি হুঁশিয়ারি টাস্ক ফোর্সের। আলুর দাম কি কমবে? নাকি, এই টানাপোড়েনে বাড়বে মধ্যবিত্তের যন্ত্রণা?

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram