Gangasagar: গঙ্গাসাগরের ভাঙন রুখতে ফের IIT চেন্নাইয়ের সাহায্য় নিতে চলেছে রাজ্য় সরকার।
ABP Ananda Live: গঙ্গাসাগরের ভাঙন রুখতে ফের IIT চেন্নাইয়ের সাহায্য় নিতে চলেছে রাজ্য় সরকার। তার আগে ২ দিন ধরে সমীক্ষা চালাল সেচ ও সুন্দরবন উন্নয়ন দফতর। আগামী সাগরমেলার আগে কীভাবে ভাঙন রোখা যায় তার পরিকল্পনা করা হচ্ছে, জানিয়েছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী। এর আগেও তো IIT-র সাহায্য় নেওয়া হয়েছে, লাভ হয়েছে কি? প্রশ্ন বিজেপির। ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) দাবি করেছেন, এ রাজ্যের মালদা-মুর্শিদাবাদ এবং বিহারের চারটে জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক। এবার তাঁর সেই বক্তব্য়কে সমর্থন জানালেন, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Gauri Shankar Ghosh)। বিহারের কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া এবং পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ এই ছয় জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এই দাবির পাশে এবার দাঁড়ালেন খোদ মুর্শিদাবাদেরই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।