Gangasagar Mela 2025: সংক্রান্তির আগের সন্ধ্যায় আলোয় ঝলমলে কপিল মুনির আশ্রম
ABP Ananda LIVE: আজ মকর সংক্রান্তি। ভাগীরথী, মুড়িগঙ্গা, বড়তলা নদী আর বঙ্গোপসাগরে ঘেরা গঙ্গাসাগরে ভিড় জমতে শুরু করেছে। ভিনরাজ্য থেকেও এসেছেন পুণ্যার্থীরা। আলোর মালায় সেজে উঠেছে কপিল মুনির মন্দির। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর। CC ক্যামেরা ছাড়াও ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী। এবারও গঙ্গাসাগর মেলায় এসেছেন প্রচুর বিদেশি। ইসকনের মাধ্যমে এসেছেন ২১টি দেশের ৮০ জন ভক্ত।
দিল্লিতে ডেকে পাঠানো হল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে:
এদিকে, সীমান্তে উস্কানি, এবার পাল্টা চাপ ভারতেরও। রবিবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ইউনূস সরকার। সোমবার, পাল্টা, দিল্লিতে ডেকে পাঠানো হয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। কড়া বার্তা দিয়ে বলা হয়, বর্ডারে সমস্তরকম অপরাধমূলক কাজের মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে বলে ভারত আশাবাদী।