Subodh Singh: অবশেষে রানিগঞ্জে ডাকাতির ঘটনায় ধৃত কুখ্য়াত গ্য়াংস্টার সুবোধ সিংকে হেফাজতে পেল সিআইডি

ABP Ananda Live: রানিগঞ্জে ডাকাতির ঘটনায় ধৃত কুখ্য়াত গ্য়াংস্টার সুবোধ সিংকে হেফাজতে পেল সিআইডি। বুধবার তাকে আসানসোলের সিজেএম আদালতে পেশ করা হলে ১৭ জুলাই পর্যন্ত সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ২০১৮ সাল থেকে বিহারের বেউর জেলে বন্দি সুবোধ সিংকে ৩০ জুন আসানসোলে নিয়ে আসে সিআইডি। 

২০১৮ সালের ২০ জানুয়ারি থেকে বিহারের বেউড় জেলে বন্দি রয়েছে সে। সুবোধ জেলে বসে অপরাধ করে থাকলে তার জন্য় দায়ী জেল সুপার। তদন্তের প্রয়োজনে বিহারের জেলে গিয়ে সুবোধকে জিজ্ঞাসাবাদ করলেই হয়। তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাল্টা সরকারি আইনজীবী আদালতে বলেন, গ্রেফতার দেখানোর পর সুবোধকে প্রথম আদালতে পেশ করা হল। তাকে হেফাজতে নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। দু'পক্ষের সওয়াল জবাব শুনে সুবোধ সিংকে সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola